শাস্ত্রে নারীদের ত্রিপুণ্ড্র ধারণের উল্লেখ
দিবা বা যদি বা রাত্রৌ নারী বাথ নরোঽপি বা।
পূজার্থ সজলং ভস্ম ত্রিপুণ্ড্রেণৈব ধারযেৎ ॥৭৯॥
[ সূত্র - শিবমহাপুরাণ/ বিদ্যেশ্বর সংহিতা/১৮ নং অধ্যায়]
অর্থ -
দিন হোক অথবা রাত্রি, নারী হোক বা পুরুষ, পূজা করার জন্য সকলকেই জল মিশ্রিত (বা শুঁকনো) ভস্ম ত্রিপুণ্ড্ররূপে কপালে (সহ দেহে) ধারণ করা উচিত।
সিদ্ধান্ত -
নারীদের ত্রিপুণ্ড্র ধারণের অধিকার রয়েছে শাস্ত্রে।
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩
হর হর মহাদেব 🚩
সংগ্ৰহে ও লেখনীতে - শ্রীমতি নমিতা রায় দেবীজী
🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন